দামুড়হুদার ছোট দুধপাতিলায় সরকারি রাস্তার ইট তুলে বেড়া : গ্রামের অর্ধশত পরিবার অবরুদ্ধ

দর্শনা অফিস: দামুড়হুদার ছোটদুধপাতিলা গ্রামের দু ভাই আরেফুল ও ইসরাইল সরকারি রাস্তার ইট তুলে ফেলেছে। রাস্তার ওপর বেড়া দেয়া হয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে গ্রামের অর্ধশত পরিবার।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ছোটদুধপাতিলা গ্রামে ২০ বছর ধরে জান মোহম্মদের বাড়ির পাশ থেকে মসজিদ পর্যন্ত রাস্তাটিতে চলাচল করে আসছিলো এলাকার লোকজন। বছর সাতেক আগে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইট পেতে ফ্লাট সোলিং করে রাস্তাটি পাকাকরণও করা হয়। এক মাস আগে হঠাৎ করে একই মহল্লার মৃত মাদার মণ্ডলের দু ছেলে আরেফুল ইসলাম ও ইসরাইল হোসেন রাস্তার ইট তুলে ফেলে। এরপর রাস্তাটির প্রবেশ মুখে রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে ও চালাঘর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেয়। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী সিরাজ, আহার আলী, শরিফুল, আকিবুল, গোলাম রসুল, ফরজ আলী, আ. খালেক, শফিউদ্দিন, আজাদুল ইসলাম, মুক্তির আলীসহ প্রায় ৪০ পরিবারের সদস্যদের চলাচল বন্ধ হয়ে গেছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা হাউলী ইউপি চেয়ারম্যান মোহম্মদ আলী শাহ মিন্টুকে বেশ কয়েকবার মৌখিকভাবে জানালেও তিনি বিষয়টি আমলে নেননি। পরে ভুক্তভোগীদের পক্ষে একই মহল্লার মৃত সোহরাব হোসেনের ছেলে জান মোহম্মদ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে চেয়ারম্যান মিন্টু শাহ ও ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, বিষয়টি আমরা শুনেছি। তারা এ ব্যাপারে ইউএনও বরাবর অভিযোগ করেছেন। ইউএনও বিষয়টি ফয়সালা করবেন। বিষয়টি নিয়ে দামুহুড়দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে উভয়পক্ষকে আমার আগামী ২৭ এপ্রিল আমার অফিসে উপস্থিত থাকার জন্য নোটিশ করেছি। ওই দিন উভয়পক্ষের শুনানি শেষে বিষয়টি নিষ্পত্তি করা হবে।