আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভাসহ বিভিন্ন সংস্থা কর্তৃক আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে আলমডাঙ্গা পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মীর মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসান, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী আবেদ আলী, পৌর প্রধান প্রকৌশলী তসলিম উদ্দীন, সচিব শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবুল কাশেম। বিশিষ্ট মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকুর উপস্থাপনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপসহকারী প্রকৌশলী সুমন ব্যানার্জি, প্রধান সহকারী খাইরুল ইসলাম নাসিম, কাউন্সিলর আহমেদ হাসিব রেজা, কাজী সাচ্চু, আলাল আহমেদ, দীনেশ কুমার বিশ্বাস, শরিফুল ইসলাম রিফাত, ইলিয়াস হোসেন, ট্রেড ইন্সপেক্টর আনিসুর রহমান, আব্দুল জব্বার লিপু, আশরাফুল আলী, সহকর আদায়কারী মোস্তাক আহমেদ, রোকনুজ্জামান খান, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, সুজাউদ্দীন প্রমুখ।

এরপর উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে এ সংবর্ধনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা জান্নাত, উপজেলা সহকারি পিআইও আব্দুল লতিফ, সিএ-২ (উপজেলা চেয়ারম্যান) নাজমুল সাইহাম, অফিস সহায়ক আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুর রউফ, সিএ জহিরুল ইসলাম, অফিস সহকারী শফিকুল ইসলাম, টেকনিশিয়ান রাকিব উদ্দীন রনি, ডিএমও বিকাশ কুমার দত্ত, জারিকারক আমিনুল রশিদ, সোহরব হোসেন প্রমুখ। পরে বিদায় দেয় উপজেলা অফিসার্স ওয়েলফেয়ার ক্লাব। নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায় ইউএনও আশরাফুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার এইচএম শামীমুজ্জামান, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হাসান, নির্বাচন অফিসার সামিউল আলম, সমাজসেবা অফিসার আবু তালেব, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা হোসনে আরা, সাবেক পরিসংখ্যান অফিসার মীর মোশারেফ হোসেন প্রমুখ। অন্যদিকে আলমডাঙ্গার ব্রাইট মডেল স্কুলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে স্কুল চত্বরে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুন, থানা অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান উল্লাহ। স্কুলের শিক্ষার্থী সাফিয়া আহমেদ চৈতি ও জারিন তাসনীন মিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক ফকরুল আলম, ওবাইদুল আজাদ, মাসুদ রানা লিটন, শরিফুল ইসলাম, আশরাফ জাহান, আমিরুল ইসলাম, আব্দুস সালাম, আবুল কাশেম, নাজমুন নাহার প্রমুখ।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম আলমডাঙ্গা থেকে মাগুরা সদর উপজেলায় বদলি হয়েছেন।