মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে আরএ পরিবহনের কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কাউন্টারের আসবাবপত্র তছনছ করে তারা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আরএ পরিবহনের স্বত্বাধিকারী সাফুয়ান উদ্দীন আহম্মদে রুপক জানান, সন্ধ্যার পরপরই একদল দুর্বৃত্ত আরএ কাউন্টারে প্রবেশ করে। এ সময় তারা কাউন্টারের আসবাবপত্র তছনছ করে চলে যায়। এর আগে তারা কাউন্টারের ম্যানেজারকে মারধর করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মালিক সমিতির সাথে বসে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি আরো জানান। তাছাড়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।