জীবননগরের বৈদ্যনাথপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাইপোরা চাচার বসতবাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ির আসবাবপত্র ভাঙচুর করেছে এবং নগদ ৫০ হাজার টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ভাইপোরা চাচি লিপা খাতুনকে (৩০) বেধড়ক পিটিয়ে আহত করেছে। আহত অবস্থায় লিপা খাতুনকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে হামলাকারীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে বিপাকে পড়েছে চাচা ইউনুছ আলী ও তার স্ত্রী।

অভিযোগে জানা গেছে, বৈদ্যনাথপুর গ্রামের ইউনুছ আলীর সাথে ভাইপোদের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিলো। এ ঘটনায় আদালতে মামলা দায়ের হলে তা বিচারাধীন অবস্থায় রয়েছে। এক পর্যায়ে ভাইপো আবুল কাশেমের ছেলে মিলন ও মন্টু এবং মুনসুর আলীর ছেলে জসিম ও ফারুক চাচার বাড়িতে হামলা চালায় এ সময় তারা বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি ইউনুছ আলীর স্ত্রী লিপা খাতুন তাদের বাধা দিলে হামলাকারীরা তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। প্রভাবশালী ব্যক্তি হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় হামলাকারীরা ইউনুছ আলীকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছে এবং মামলা তুলে না নিলে বাড়িতে ফেনসিডিল রেখে ৱ্যাব দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।