চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র, পদ্মবিলা, দামুড়হুদা উপজেলার সদর ও হাউলী ইউনিয়নের শিক্ষিত বেকার নারীদের নিয়ে কম্পিউটারে আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। বক্তব্য রাখেন সাংবাদিক মানিক আকবর ও এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আলী আখতার।

দামুড়হুদা অফিস জানায়, দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ কলেজে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন আব্দুল ওদুদ শাহ কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন।