জীবননগর ব্যুরো: পয়লা বোশেখের মিলনমেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তরুণীদের ওপর যৌন নিপীড়নের প্রতিবাদে গতকাল মঙ্গলবার জীবননগরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নারী ও শিশু নির্যাতন বিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন লোকমোর্চা এবং ব্রেভ সার্কেল যৌথভাবে এ কর্মসূচির আয়েজন করে। বেলা ১০টায় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচি শেষে ব্রেভ সার্কেলের ডিএ ম্যানেজার নুঝাত পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। যৌন নিপীড়নকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, আতিয়ার রহমান, সাংবাদিক সালাউদ্দীন কাজল, আবু সায়েম, ইউপি সদস্য জাকির হোসেন, নারী নেত্রী রিজিয়া খাতুন ও ওয়েভের সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান যুদ্ধ।