সেলাইমেশিন পেলেন দামুড়হুদা ঠাকুরপুরের জহুরা

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা ঠাকুরপুরের অসহায় প্রতিবন্ধী জহুরা একটি সেলাইমেশিন পেয়ে খুশিতে মেতে উঠেছেন। গতকাল মঙ্গলবার এলাকার দু ব্যবসায়ী জহুরার হাতে সেলাইমেশিনটি তুলে দেন।

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের বাজারপাড়ার নুর মহাম্মদ গুলদার ও আলেয়া খাতুনের ৬ ছেলেমেয়ের মধ্যে জহুরা ৫ম সন্তান। তার পরিবারের সদস্যরা বলেন, ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হয়ে স্বাভাবিক চলাফেরার ক্ষমতা হারায় তিনি। তার কষ্টের বর্ণনা দিয়ে গত ১৮ এপ্রিল দৈনিক মাথাভাঙ্গায় ‘সেলাইমেশিনের অভাবে দর্জির কাজ করতে পারছেন না ঠাকুরপুরের জহুরা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দেখে এলাকার হৃদয়বান ব্যবসায়ীদের মধ্যে সাড়া পড়ে। তারই অংশ হিসেবে গতকাল সেলাইমেশিনটি দেয়া হয়। কুড়ুলগাছি ইউনিয়নের ব্যবসায়ী সমাজসেবক আ.লীগ নেতা শাহ এনামুল করিম ইনু, সমাজসেবক কুড়ুলগাছির রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকেলে জহুরার বাড়িতে উপস্থিত হয়ে মেশিনটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার পলি খাতুন, মিজানুর রহমান, রাজা, বারেক, সাংবাদিকসহ অনেকে।