ডুবে যাওয়া নৌকার ক্যাপ্টেন অভিযুক্ত

মাথাভাঙ্গা মনিটর: ভূমধ্যসাগরে লিবিয়ার জলসীমায় ডুবে যাওয়া নৌযানটির ক্যাপ্টেনের বিরুদ্ধে অবিবেচকের মতো একাধিক মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে। গত রোববার ৯ শতাধিক অবৈধ অভিবাসী নিয়ে ডুবে যায় নৌকাটি। ইতালির কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ক্যাপ্টেন মোহাম্মেদ আলী মালেক (২৭) তিউনিসিয়ার নাগরিক। ক্যাপ্টেনের সাথে তার একজন ক্রুকেও গ্রেফতার করে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ক্রু সিরিয়ার নাগরিক। নাম মাহমুদ বিখিত (২৫)। তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। রোববারের ওই দুর্ঘটনার পর অভিযুক্ত দু ব্যক্তিসহ এখন পর্যন্ত ২৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার রাতে বেঁচে যাওয়া যাত্রীরা সিসিলিতে পৌঁছান। কর্তৃপক্ষ জানায়, ক্যাপ্টেনের ভুলে এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করার কারণে নৌকাটি ডুবে যায়। সিসিলির বন্দর নগর কাতানিয়ার কৌঁসুলিরা বলেন, নৌকাটি ডুবে যাওয়ার আগ মুহূর্তে পর্তুগালের একটি পণ্যবাহী জাহাজের সাথে সেটি ধাক্কা খায়। একটি বাণিজ্যিক জাহাজের সাথে ধাক্কা খাওয়ার যে গুঞ্জন রটেছিলো তারা সেটা বাতিল করে দেন। ২০ মিটার লম্বা নৌযানটি আগে মাছ ধরার ট্রালার হিসেবে ব্যবহার করা হতো। ক্যাপ্টেনের ভুল চালনার কারণেই পণ্যবাহী জাহাজের সেঙ্গ নৌযানটির ধাক্কা লাগে। প্রচণ্ড ধাক্কা ও আতঙ্কিত যাত্রীদের হুড়োহুড়ির কারণে মুহূর্তে সেটি উল্টে যায়।