অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঝড়ে নিহত ৩

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসে শক্তিশালী ঝড়ের আঘাতে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিডনির উত্তরে ডুনগগ শহরে বন্যা আঘাত হেনেছে। সেখানে দুজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার ঝড় আঘাত হানার সময় থেকে সিডনি ও নিউ সাউথ ওয়েলসের দু লাখ ১৫ হাজার ঘর-বাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিছু কিছু স্থানে বাতাসের গতি ঘণ্টায় ১৩৫ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। মানুষ গাড়ি ও বাড়ি এবং ছাদে আটকা পড়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি কার্নিভাল প্রমোদ তরী সিডনি হার্বারের বাইরে সাগরে আটকা পড়েছে এবং অনেক ফ্লাইট স্থগিত করা হয়েছে।