কুষ্টিয়ায় কাভার্ডভ্যান চাপায় একজন নিহত

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মঙ্গলবাড়িয়ায় একটি কাভার্ডভ্যান চাপায় আমিনুল ইসলাম (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের মঙ্গলবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

গোয়েন্দা পুলিশের এসআই তাজুল ইসলাম জানান, আমিনুল ইসলাম রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ভেড়ামারাগামী একটি ওষুধ বোঝাই কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

Leave a comment