ফেনসিডিল গায়েব?

জীবননগর ব্যুরো: জীবননগর থানার এক এএসআই’র কর্তৃক উদ্ধারকৃত ১ হাজার ১৫০ বোতল ফেনসিডিল গায়েব করা হয়েছে বলে গুঞ্জন উঠেছে। শাদা পোশাকের পুলিশ সদস্যদের আটককৃত পিকআপে ফেনসিডিলের কোনো সন্ধান না পেয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ জীবননগর থানা পুলিশের এক এএসআই’র নেতৃত্বে অন্য সদস্যরা একটি পিকআপ তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধার করে। কিন্তু পুলিশের পক্ষ থেকে ফেনসিডিল উদ্ধারের বিষয়টি অস্বীকার করা হয়। জনমনে প্রশ্ন ভোররাতে শাদা পেশাকের পুলিশের সদস্যরা উদ্ধারকৃত ফেনসিডিল কি বেমালুম গায়েব করে দিলেন?

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে উথলী শিয়ালমারী বালি গর্তের পাশে জীবননগর থানার এএসআই তকিবুর রহমান দাঁড়িয়ে থাকা একটি ট্রাক তল্লাশি চালান। এ সময় জীবননগর থানা পুলিশের আরো দুজন এএসআই ঘটনাস্থলে পৌঁছে গাড়ির হেলপারকে আটক করেন। পরবর্তীতে পুলিশের জেরার মুখে সে ফেনসিডিল আছে বলে স্বীকার করে। এ সময় ট্রাক থেকে ১ হাজার ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে এলাকায় গুঞ্জন ওঠে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ফেনসিডিল উদ্ধারের কথা অস্বীকার করা হয়। এ ব্যাপারে এএসআই তকিবুর রহমানের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি তার মোবাইলফোন রিসিভ করেননি।