দামুড়হুদার কুড়ুলগাছি সড়ক চলাচলের অনুপযোগী

 

কুড়ুলগাছি প্রতিনিধি: দীর্ঘদিন কোনো ধরনের সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর-বুইচিতলা সড়ক। এতে ভোগান্তি আর জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। একই সাথে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এর থেকে রেহাই মিলছে না দুর্গাপুর-বুইচিতলা সড়কে চলাচলকারী যান ও যাত্রীসাধারণের।

৮ কিলোমিটার দীর্ঘ দুর্গাপুর-বুইচিতলা সড়কের ইট কংক্রিট ও পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। প্রতিদিন এ রুটে শ শ যানবাহন চলাচল করছে। পথ চলতে গিয়ে খানাখন্দে পড়ে যানবাহনের ধাক্কায় আহত হচ্ছেন যাত্রীরা। বর্তমানে রাস্তাটি যে বেহাল দশা হয়েছে তাতে অল্প সময়ের মধ্যেই সংস্কার না করা হলে রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে এলাকার চাষিরা তাদের উৎপাদিত পণ্য পরিবহন নিয়ে চরম বিপাকে পড়বে। জরুরি ভিত্তিতে সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুদৃষ্টি দেয়া একান্ত প্রয়োজন বলে ভুক্তভোগী মহল মনে করছে।