জীবননগর ব্যুরো: ‘মন মেতেছে রংঙের খেলায়, ভাসবো গঞ্জের মেলায়’ এ স্লোগান নিয়ে জীবননগর দৌলৎগঞ্জে ঐতিহ্যবাহী গঞ্জের মেলার যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে বর্ণাঢ্য ৱ্যালির মধ্যদিয়ে এ মেলা শুরু করা হয়। প্রতি বাংলা বছরের ৫ বোশেখ থেকে ১০ বোশেখ পর্যন্ত ৬ দিনব্যাপি এ মেলার আয়োজন করা হয়।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শামীম ফেরদৌস জানান, গ্রামবাংলার ঐতিহ্যকে তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়ে থাকে। মাদকমুক্ত ও জুয়োকে না বলে প্রতিবছর মেলাটি অনুষ্ঠিত হয়। শিক্ষক মুন্সি আব্দুস ছাত্তার অসুস্থ থাকায় ও শিক্ষক মীর মাহতাব আলীর মৃত্যুতে এ বছর আয়োজক কমিটি মেলার পরিধি কমিয়ে এনে তাদেরকে সম্মানিত করেছেন বলে জানান। তবে প্রতি বছরের ন্যায় শিক্ষা, সাংস্কৃতি, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান, সাংবাদিকতা, মহিলা উদ্যোক্তা ও এলাকার গুণীজনদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে।