কণ্ঠশিল্পী শাকিলা জাফরকে মেহেরপুরে সংবর্ধনা

মেহেরপুর অফিস: দেশবরেণ্য কণ্ঠশিল্পী শাকিলা জাফরকে মেহেরপুরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদেরে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, শাকিলা জাফরের বড় বোন মোস্তাফিজুন্নাহার মন্দিরা, মামা প্রভাষক মামনুর রশিদ, খালা সাফিনাজ আরা ইরানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ। আবুল হাসনাত দিপুর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি মোমিনুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, সদস্য বারিকুল ইসলাম লিজন, অরণীর সভাপতি নিশান সাবেক, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন প্রমুখ।

Shakila Jafor_2

পরে জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে কণ্ঠশিল্পী শাকিলা জাফরকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এ সময় ব্লাক অ্যান্ড হোয়াইটের পক্ষে ব্যান্ড লিডার আল মামুন অনল, মেহেরপুর ব্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ওস্তাদ সুমন আযম, নজরুল একাডেমী মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ এ সময় ফুল দিয়ে তাকে আরো সংবর্ধনা দেন।

এ সময় সংবর্ধিত কণ্ঠশিল্পী শাকিলা জাফর বলেন, আমার নানাবাড়ি মেহেরপুর শহরে। মেহেরপুরের মাটির সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। এরপর মেহেরপুরবাসী আমাকে যেভাবে সংবর্ধনা দিয়ে বেঁধে ফেললেন তা আমি ভুলতে পারবো না। আমি মেহেরপুরের সঙ্গীতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার চেষ্টা করবো। পরে সেখানে শাকিলা জাফর ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।