আলমডাঙ্গার ফুলবগাদী আগুন লেগে প্রায় ৪ বিঘা জমির পানবরজ ভস্মীভূত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের ফুলবাগাদী গ্রামের বাজার মাঠের পানবরজে আগুন লেগে প্রায় ৪ বিঘা পানবরজ পুড়ে ভস্মীভূত হয়েছে। গ্রামবাসী ও চুয়াডাঙ্গাসহ আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিলেও আগুনে ভস্মীভূত হয়েছে প্রায় ৪ বিঘা জমির পানবরজ। দিশেহারা হয়ে পড়েছে আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া কৃষকেরা।
জানা গেছে, গতকাল শনিবার বেলা ২টার দিকে আলমডাঙ্গার বড় গাংনী ইউনিয়নের ফুলবগাদী গ্রামের বাজার মাঠে আগুন লেগে কৃষকের প্রায় ৫ বিঘা পানবরজ পুড়ে ভস্মীভূত হয়। প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বাজার মাঠে আগুন দেখে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করে। কেউই আগুনের কাছে টিকতে পারেনি। এছাড়া এলোমেলো বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মাঠের মুহূর্তের মধ্যে পানবরজ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন লেগে ফুলবগাদী গ্রামের আতিয়ারের ছেলে সুজনের ৭ কাঠা, পটুর ছেলে রহমতুল্লাহের ৭ কাঠা, মৃত বাদলের ছেলে সাহাবুলের ৭ কাঠা, মৃত গফুরের ছেলে রবির ১৪ কাঠা, মৃত আফসারের ছেলে হারুনের ১০ কাঠা, মৃত আত্তাপের ছেলে রমজানের ৫ কাঠা, মৃত আসাদের ছেলে বাবলুর ১০ কাঠা, সাত্তারের ছেলে আসের উদ্দিনের ৪ কাঠা পানবরজ আগুনের পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনের লেলিহান শিখা মাঠে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা দমকলবাহিনী গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও পানবরজের বাঁশ, খড়, সলি, সাজ ও পানসহ পানের লতা একেবারে পুড়ে যায়।
গ্রামবাসী আরো জানায়, পানবরজের পাশে ভুট্টার খড়ির মধ্যে বিড়ির আগুন থেকে আগুনের সূত্রপাত। আগুনের পুড়ে যাওয়া পানবরজ মালিকেরা জানান ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।