বাংলাদেশ প্রবীণ হিতৈষী সঙ্ঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রবীণ হিতৈষী সঙ্ঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা শাখার ২০তম বার্ষিক মিলাদ মাহফিল ও প্রবীণ হিতৈষীদের ডায়াবেটিকস পরীক্ষা করা হয়। গতকাল শুক্রবার জেলা সদরে বোয়ালমারীতে অবস্থিত জেলা কার্যালয়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অনুষ্ঠানে সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এমএম মুনজুর হোসেন চানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় মহাসচিব মো. আক্তারুজ্জামান গাবু। তিনি বলেন, বর্তমান সরকার প্রবীণ হিতৈষীদের জন্য যে সাহায্য সহযোগিতা করছে তা বিশ্বের উন্নত দেশের ন্যায় অনেক বেশি। তিনি আরও বলেন, প্রবীণদের আর অবহেলা নয়। তাদের প্রতি আন্তরিকভাবে শ্রদ্ধাশীল হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন- হায়দার আলী, হাফিজ মো. আশরাফুল ইসলাম প্রমুখ। চুয়াডাঙ্গা সদর উপজেলা উপসহকারী মেডিকেল অফিসার ডা. মো. সাব্বির ব্যবস্থপনায় ১শ প্রবীণদের ডায়বেটিকস পরীক্ষা করা হয়।