দিনাজপুরের মেয়ে আর চুয়াডাঙ্গার ছেলে

স্টাফ রিপোর্টার: বিয়ের আগেই স্বামী-স্ত্রীর মতো বসবাস করার পর চুয়াডাঙ্গার মাস্টারপাড়ায় দুজনকে আটক করেছে এলাকাবাসী। অবশেষে ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার ছেলে আর দিনাজপুরের মেয়ের বিয়ে অনুষ্ঠানের আগে সদর থানার পুলিশকেও দেখা যায়।

এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়ার মৃত আব্দুস সালাম বাবুর ছেলে কলেজছাত্র রাব্বী হাসান মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে দিনাজপুর জেলার খানসামা উপজেলার গোবিন্দপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে কলেজছাত্রী সিনথিয়া আক্তার সেতুর সাথে। বছরখানেক ধরে তাদের সম্পর্ক চলে আসলেও গত ১০ এপ্রিল সেতু চুয়াডাঙ্গায় চলে আসে। এরপর থেকেই সেতু মাস্টারপাড়াস্থ রাব্বীর বাড়িতেই অবস্থান করছিলো। এলাকার অনেকেই জানান তারা বিয়ে না করেই স্বামী-স্ত্রীর মতো একসাথে রাতযাপন করছিলো। গতকাল শুক্রবার সন্ধ্যায় এলাকার লোকজন প্রতিবাদ জানায়। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সদর থানা থেকে পুলিশের এএসআই ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি শান্ত করেন। পরে প্রেমিক যুগলের বিয়ের আয়োজন করা হয়। সূত্র জানায়, ৫০ হাজার টাকা দেনমোহরে রাব্বী ও সেতুর বিয়ে সম্পন্ন হয়।