গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। এদের মধ্যে ৩ মাদকব্যবসায়ীকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ৩ জনসহ ৫ জনকেই মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে পাকুড়িয়া থেকে ১২০ গ্রাম গাঁজাসহ পিতর মণ্ডল (২৮), আব্দুল কাদেরকে (৩০) এবং ভবানীপুর থেকে ২০ গ্রাম গাঁজাসহ জামান ফকির (৬০), চেংগাড়া থেকে ৫ গ্রাম হেরোইনসহ হাফিজুল (৩৫) ও মাইলমারী গ্রাম থেকে চাঁদাবাজ ফারুখকে (২৪) আটক করে।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পিতর মণ্ডল (২৮), আব্দুল কাদেরকে (৩০) এক বছর করে ও জামান ফকিরকে (৬০) ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিত তিনজনকে মেহেরপুর জেলা কারাগার ও হেরোইন ব্যবসায়ী হাফিজুল ও চাঁদাবাজ ফারুখকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।