হুতিদের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা জারি

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নেয়া শিয়া হুতি ও অন্যান্য বিদ্রোহীদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জর্দান ও উপসাগরীয় আরব দেশগুলোর প্রস্তাবে মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়। ভোট গ্রহণকালে ভেটো ক্ষমতাধারী রাশিয়া ভোট দেয়া থেকে বিরত ছিলো। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের রাশিয়া ছাড়া বাকি ১৪ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। তাদের কয়েকটি প্রস্তাব মূল প্রস্তাবে সংযোজন করা হয়নি অভিযোগ করে রাশিয়া ভোট দেয়া থেকে বিরত থাকে। ভোটের পর পরিষদে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেছেন, ইয়েমেনের সব পক্ষকে দ্রুত লড়াই বন্ধ করে শান্তি আলোচনা শুরু করার রুশ প্রস্তাব গ্রহণ করেনি পরিষদের সহযোগী দেশগুলো। প্রস্তাবটি পাস হওয়ার ফলে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহের ছেলে দেশটির অভিজাত বাহিনী রিপাবলিকান গার্ডের সাবেক প্রধান আহমেদ সালেহ ও হুতি আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা আব্দুলমালিক আল-হুতির ওপর নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। এতে বিশ্বব্যাপি এ দুজনের সম্পদ জব্দ করা হবে এবং তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হলো।