হরপ্পা সভ্যতার সমসময়ের কঙ্কাল আবিষ্কার

মাথাভাঙ্গা মনিটর: ভারতের হরিয়ানায় উপমহাদেশের সবচেয়ে পুরাতন হরপ্পা সভ্যতার সমসময়ের চারটি কঙ্কাল পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় হরিয়ানা প্রদেশে একটি প্রাচীন কবরস্থান থেকে দুজন বয়স্ক পুরুষ, একজন নারী এবং এক শিশুর কঙ্কাল উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। এ আবিষ্কার হরপ্পা সভ্যতার সমসাময়িক জনগোষ্ঠী সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গির উন্মোচন ঘটাবে বলে মনে করছেন গবেষকরা। হরিয়ানার হিসার জেলায় রাখিগরি গ্রামের একটি কবরস্থানে ভারত এবং দক্ষিণ কোরিয়ার প্রত্নতত্ত্ববিদরা ২০১৩ সাল থেকে খনন কাজ শুরু করে। দক্ষিণ কোরিয়ার প্রত্নতত্ত্ববিদরা এসব কঙ্কালের ডিএনএ পরীক্ষা করেন। প্রত্নতাত্তিক্ব রনভির সিং বলেছেন, কোরীয় বিজ্ঞানীরা এখন ডিএনএ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। খনন কাজের সাথে যুক্ত নীলেশ জাদভ জানিয়েছেন, কঙ্কালের পাশে তারা মাটির পাত্রের মতো কিছু জিনিসপত্র এবং লোহার চুড়ি দেখতে পেয়েছেন। এ থেকে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, ওই জনগোষ্ঠীর লোকজন পুনর্জন্মে বিশ্বাস করতেন। ১৯২০ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চার হাজার বছরের পুরনো হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। মনে করা হয়, শহরটি সাড়ে ২৩ হাজার মানুষ বসবাস করতেন। সেযুগের বিশ্বে এটি ছিলো একটি বৃহৎ শহর।