মহেশপুরে বিদ্যুত সরবরাহের আওতাধীন উপকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন

 

মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার সকালে মহেশপুর বিউটি সিনেমা হল চত্বরে মহেশপুর বিদ্যুত সরবরাহের আওতাধীন ৩৩/১১ কেভি ৫ এমভিএ উপকেন্দ্রের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২১ জেলার বিদ্যুত সরবরাহের পরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঝিনাইদহ-৩ আসনের এমপি মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন- ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী পরিতোষ সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তবিবর রহমান, পৌর আ.লীগের সভাপতি অমল কুমার কুণ্ডু, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক বুলু, মহেশপুর পৌরসভার প্যানেল মেয়র শহিদুল বিশ্বাস, মহেশপুর থানা যুবলীগের সভাপতি আজিজুল হক, মহেশপুর আবাসিক প্রকৌশলী মো. নাজমুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন- পান্তা ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল হক মাস্টার, মহেশপুর পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী পাঠান, রাসেল স্মৃতিসংঘের সভাপতি সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছালীগের সহসভাপতি মীর সুলতানুজ্জামান লিটন।