টিপ্পনী

খবর:(জীবননগর উথলীতে ট্রাকসহ ফেনসিডিল উদ্ধার)

বাপরে বাবা খায় কতোরে

লরি বোঝাই আইতাছে,

বাংলাদেশের মানুষ এসব

বলুন কোথায় পাইতাছে?

 

মাদক নিয়ে হোতারা সব

এদিক ওদিক ঘুরতাছে,

সুযোগ নিয়ে থানার পুলিশ

শূন্য পকেট পুরতাছে।

 

যুব সমাজ রসাতলে

অভিভাবক কানতাছে,

কেউ কি জানো দাদার থেকে

মাদক কারা আনতাছে।

 

-আহাদ আলী মোল্লা