ইন্টারপোলের রেড অ্যালার্ট অপপ্রচার

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা ইন্টারপোলের রেড অ্যালার্টে বিএনপি চাপে নেই বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, এটা একটা অপকৌশল। ইন্টারপোলের মাধ্যমে বিএনপিকে চাপে রাখার কোনো সুযোগ নেই। ইন্টারপোলের মাধ্যমে তারেকের নামে রেড অ্যালার্ট জারির প্রচারণা বিভ্রান্তিমূলক ও অপকৌশল। গতকাল বুধবার দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে তিনি এ কথা বলেন। রিপন বলেন, সরকারের কিছু অতি উৎসাহী লোকজন এসব বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। ইন্টারপোল রেড অ্যালার্ট  জারি করে না, তারা সদস্য দেশের দেয়া তথ্য প্রকাশ করে। তাই এদেশ থেকে যে তথ্য পাঠানো হয়েছে তা প্রকাশ করেছে মাত্র। তিনি আরো বলেন, এর আগে সরকারের কতিপয় মন্ত্রী বলেছেন ইন্টারপোলের মাধ্যমে তারেককে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এ রেড অ্যালার্ট মন্ত্রীদের বক্তব্যের বহির্প্রকাশ। এটি একটি নাটক। তিনি বলেন, ইন্টারপোলের কথা বলে জাতীয়তাবাদী শক্তিকে হতাশ করার প্রচেষ্টা সফল হবে না। এরকম ঘটনার নিন্দা জানাই। গণতন্ত্রকে বিকশিত করতে হলে সমঝোতার বিকল্প নেই। সরকার কার্যকর সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এরকম প্রত্যাশা করেন বিএনপির এই নেতা। রিপন আরো বলেন, ভবিষ্যতে তারেক ও জয় বৃহৎ দুটি রাজনৈতিক দলের নেতৃত্বে দেবেন। সুতরাং তাদেরকে নিয়ে সমালোচনা করলে রাজনীতিতে সুবাতাস বয়ে আনবে না। নির্বাচন কমিশনের অতীত ব্যর্থতা দূর করে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার আহ্বান জানিয়ে রিপন বলেন, ভয়-ভীতি থাকলে সুষ্ঠু  নির্বাচন হতে পারে না। ভোটাররা কেন্দ্রে যেতে পারে না। তাই ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সে ব্যবস্থা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল শাহ জাহান, সহদফতর সম্পাদক শামীমুর রহমান শাহীন প্রমুখ।