৭১’র পরাজিত প্রেতাত্মারা আবারো ঘাড়ে চেপে বসতে চায়
কেএ মান্নান: আ.লীগ কর্মে বিশ্বাসী। উন্নয়নমুখি দল। আ.লীগ যখন ক্ষমতায় আসে তখন দেশের ব্যাপক উন্নয়ন হয়। মানুষ ঘরে বসেই সেই সব উন্নয়নের ছোঁয়ায় হয়ে ওঠে কর্ম মুখর। আওয়ামী সরকারের সময় সার-কীটনাশকের জন্য ঘণ্টার পর ঘণ্টা নেতা বা ডিলারদের দরজায় দাঁড়িয়ে থাকতে হয় না। ৭১’র পরাজিত প্রেতাত্মারা আবারও ঘাড়ে চেপে বসতে চায়। আপনারাই বলেন, সামনে এগিয়ে যাবেন; নাকি পেছনের সেই ধ্বংসযজ্ঞ ম্যাডাম খালেদা জিয়া দোসর স্বাধীনতাবিরোধীদের রাজনীতির কাছে ফিরে যাবেন? এদের ক্ষমতায় বসাতে তথাকথিত সুশীলসমাজ নামে তৎপর হয়ে উঠেছে । এদের চিনে রাখুন। আলমডাঙ্গার মধুপুরে প্রতিক্ষিত পল্লী বিদ্যুতায়ন কেডিপি-১ প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি উপরোক্ত বক্তব্য রাখেন। জামজামির মধুপুর মরমী সাধক মুছাই শাহর আখড়ায় আয়োজিত এ মধুপুর পল্লী বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন আলীগের সভাপতি মো. দিদার আলী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম ইঞ্জিনিয়ার মো. আলী হোসেন, আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি হাসান কাদির গনু, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আলীগের সিনিয়ার সহসভাপতি আরঙ্গজেব মোল্লা টিপু, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি শাহীন রেজা ও আলমডাঙ্গা থানা ওসি মামুনার রশিদ পিপিএম। জামজামি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন- আলীগ নেতা শাহারুজ্জামান শাহানুর, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আসাদুজ্জামান ডেভিড, জেলা সাবেক ছাত্রলীগ নেতা তপন কুমার বিশ্বাস ও মুছাহক। প্রধান অতিথি সুইজ টিপে কেডিপি প্রকল্পের আওতায় মধুপুর গ্রামে পল্লী বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন। বিদ্যুতায়ন কাজের সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পল্লী বিদ্যুত জোনের লাইনম্যান আলামিন ও জীবনচন্দ্র সরকার। সার্বিক সহযোগিতায় ছিলেন ইন্সপেক্টর শাহাদত হোসেন।