সিরাজগঞ্জে পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে পুলিশের গুলিতে এক শিবিরকর্মী নিহত হয়েছে। নিহত শিবিরকর্মীর নাম আনিস। সে সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত রোববার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পৌর এলাকার ধানবান্ধির একটি ছাত্রাবাস থেকে মালিকসহ ৭ ছাত্রকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৩টি ককটেল উদ্ধারেরও দাবি করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার লিমন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৬ ছাত্রকে আটক করে। এ সময় ছাত্রদের কক্ষ থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রাবাসের মালিক লিমন হোসেনকেও আটক করা হয়। ওসি আরও জানান, আটকের সময় ছাত্ররা পুলিশের ওপর হামলা চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে এতে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আনিস (১৮) গুলিবিদ্ধ হয়। তাকে সিরাজগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তির পর সোমবার ভার পৌনে ছয়টার সময় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।