কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী হামিদের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার শীর্ষ সন্ত্রাসী হামিদুল ওরফে হামিদের গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে পদ্মা নদীর রায়টা ঘাট এলাকার পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। হামিদের স্ত্রী এবং ভাই মতি সর্দ্দার নিহতের পোশাক দেখে লাশ শনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঈশ্বরদী, নাটোর, লালপুর থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ভেড়ামারা উপজেলার রায়টা এলাকার আহম্মদের ছেলে।

জানা গেছে, প্রায় ৪০ দিন আগে নিজ এলাকা থেকেই অপহরণ হন হামিদ। এরপর তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। গত ২১ মার্চ হামিদের ভাই মতি সর্দ্দার বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি অপহরণ পূর্ব হত্যা অপচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে একটি নৌকা পদ্মায় ডুবে গেলে সোমবার সকালে স্থানীয়রা নৌকা খুঁজতে নদীতে নামে। দুপুর একটার দিকে পাথর চাপা দেয়া একটি বস্তা পানির নিচ থেকে উদ্ধার করে। বস্তার ভেতর থেকে একটি গলাকাটা গলিত লাশ উদ্ধার করা হয়। মামলার বাদী এবং নিহত হামিদের ভাই মতি সর্দ্দার জানিয়েছেন, উদ্ধারকৃত লাশই হামিদের। তার পরিধানের জামা কাপড়, চাদর, সেন্ডেল দেখে আমরা লাশ শনাক্ত করেছি। ভেড়ামারা থানার ওসি মামুন খান জানিয়েছেন, পদ্মা নদীর পানির নিচ থেকে বস্তা বন্দি গলিত একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়রা লাশের পরিধানের জামা কাপড় দেখে হামিদের লাশ বলে ধারণা করছে। পরে ময়নাতদন্ত এবং ডিএনএ টেস্টের মাধ্যমে লাশের সঠিক পরিচয় জানা যাবে।