পেছালো তিন দিনের এইচএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে তিন দিন পেছালো এইচএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষাগুলো যথাক্রমে ২, ৪ ও ১৬ মে নেয়া হবে। সূচিতে ২৬ এপ্রিল এইচএসসি ও সমমানের যেসব বিষয়ের পরীক্ষা ছিলো, সেগুলো নেয়া হবে ২ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টা থেকে। কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২৭ এপ্রিলের নির্ধারিত পরীক্ষা ৪ মে সোমবার সকাল ১০টায় হবে। এছাড়াও এইচএসসি ও সমমানের ২৮ এপ্রিলের পরীক্ষা ১৬ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টা থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

Leave a comment