ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার বোয়ালমারীর তালিকাভুক্ত সন্ত্রাসী বোমা বক্করকে গ্রেফতার করেছে পুলিশ। বক্কর গ্রেফতার হওয়ায় এলাকায় ফিরে এসেছে স্বস্তি। পুলিশ জানিয়েছে, দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের ফজলু শেখের ছেলে আবু বক্কর (৪৮) দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসীমুলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো তার বিরুদ্ধে পুলিশের গাড়িতে বোমা হামলা, হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা মাঠ থেকে দামুড়হুদা মডেল থানার এএসআই মেজবাহুর রহমান, এএসআই আব্দুল হাদি সঙ্গীয় ফোর্স নিয়ে বোমা বক্করকে গ্রেফতার করেছে। বক্করের গ্রেফতারের ঘটনায় স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মধ্যে।