টিপ্পনী

খবর:(চুয়াডাঙ্গায় চাকরি দেয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়ার সময় বিজিবির হাতে এক হোতা পাকড়াও)

 

খুব গোপনে চুপি চুপি

চাকরি খেলা পাতিয়ে,

ফজলুল হক কায়দা করে

অর্থ নিলেন হাতিয়ে।

 

হঠাত তিনি পয়সা পেয়ে

খায়েশ নিলেন মিটিয়ে,

পাকড়ে ধরে বিজিবি তাই

থানায় দিলো পিটিয়ে।

 

চোদ্দ শিকের ঘরে এখন

থাকেন দু পা দুলিয়ে,

পয়সা হারা লোকগুলো তো

কাঁদছে দু চোখ ফুলিয়ে।

 

-আহাদ আলী মোল্লা