মেহেরপুর অফিস: গতকাল শনিবার মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্জ্বলনের মধ্যদিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র আলহাজ মোতাছিম বিল্লাহ মতু। বিদ্যালয়ের গার্লস ইন স্কাউটস দলের সদস্যরা অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন। এ সময় প্রধান অতিথি তাদের সালম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। মোট ১৫টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেলে জেলা প্রশাসক মাহমুদ হোসেন অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।