মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে চার জুয়াড়ির কারাদণ্ড

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে প্রকাশ্যে জুয়ো খেলার অপরাধে চার জুয়াড়ির কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মণ্ডল। গতকাল শনিবার দুপুরের দিকে তিনি ওই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হচ্ছে- মুজিবনগরের শিবপুর গ্রামের ইয়া নবী (৩২), জিয়া গাজী (৩৫), হামাদুল (৫৩) ও মফিজুল ইসলাম (৩২)।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার ১০টার দিকে মফিজুল ইসলাম চায়ের দোকানে প্রকাশ্যে জুয়ো খেলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এএসআই রেজাউল কবির সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের জুয়ো খেলার বোর্ড থেকে বেশ কিছু টাকা ও তাস উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত ২০০৯ সালের প্রকাশ্যে জুয়ো খেলার আইনের ১৮৬৭(৪) ধারায় দোষী সাব্যস্ত করে চার জুয়াড়ির ৭ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।