স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার গড়গড়ির গ্রামের ধর্ষণ মামলার আসামি অভিযুক্ত ধর্ষক শফিকুল প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। গ্রেফতারের দাবিতে মানবতার ফাউন্ডেশন মানববন্ধন উদ্যোগ নিয়েছে।
মানববতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কেষ্টপুর গ্রামের দরিদ্র এক কৃষকের যুবতী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে পার্শ্ববর্তী গড়গড়ি গ্রামের সহিদুল ইসলামের ছেলে শফিকুল। ঘটনার পর নির্যাতিতা মামলা করতে চাইলে অভিযুক্ত ধর্ষক বিয়ে করতে রাজি হয়। শফিকুল, এলাকার মাতবরর মাসুদ ও জেহালা ইউপির ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের কাজি আনোয়ার হোসেন বিয়ের কথা বলে ওই যুবতীকে নিয়ে তার পিতাকে গড়গড়ি গ্রামের যেতে বলে। সেখানে এলে তাদেরকে মারধর করা হয়। এদিকে মামলা থেকে বাঁচাতে শফিকুলের পিতার কাছ থেকে ৩০ হাজার টাকা উৎকোচ নেয় কাজি আনোয়ার হোসেন। পরে মানবতার ফাউন্ডেশনের সহযোগিতায় আলমডাঙ্গা থানা নারী ও শিশু নির্যাতন আইনে ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এখন আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। মানবতা নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার জানান, আসামিদের গ্রেফতারে প্রয়োজনে এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন করা হবে। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারে দৃষ্টি আর্কষণ করা হয়েছে।