স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মাঝেরপাড়ার নবীণ-প্রবীণদের সমন্বয় কমিটি নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার রাতে পৌরসভা সংলগ্ন আমবাগানে আহ্বায়ক কমিটি গঠনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সামাজিক উন্নয়নে দায়বদ্ধতা ও ভালো সব কাজের সাথে থাকার প্রত্যয় নবগঠিত কমিটির সদস্যদের।
আবু তালেব মণ্ডলকে আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক শাহনেওয়াজ ফারুককে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলো- রেজা হোসেন জোয়ার্দ্দার বাবু, সিরাজুল ইসলাম, ওসমান আলী মণ্ডল, খলিলুর রহমান, আলাউদ্দীন ওমর, শাহ আলম, আক্তার আলী, হাসান আলী, আবুল আজম, শফিকুল আলম দুলাল ও জহুরুল ইসলাম ঝড়ো।
এছাড়া মাঝেরপাড়া সমন্বয় কমিটির গঠনতন্ত্র তৈরির জন্য সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমকে আহ্বায়ক করে গঠনতন্ত্র প্রস্তুত কমিটি নামে আলাদা আরেকটি কমিটি গঠন করা হয়। এ কমিটির অন্য সদস্যরা হলো ওসমান আলী মণ্ডল, কমরেড আলাউদ্দীন ওমর ও মশিউর রহমান মিলন। মাঝেরপাড়ার নবীন-প্রবীণদের সমন্বয় কমিটি গঠনের আগে আলোচনাসভায় বক্তব্য রাখেন- রেজা হোসেন জোয়ার্দ্দার বাবু, শাহনেওয়াজ ফারুক, ওসমান আলী, আলাউদ্দীন ওমর, সিরাজুল ইসলাম সিরাজ, খলিলুর রহমান, শাহ আলম, আব্বাস উদ্দীন ও মশিউর রহমান। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি ও গঠনতন্ত্র প্রস্তুত কমিটির অনুমোদন দেন উপস্থিত নবীন-প্রবীণ সদস্যরা। নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং একই সময়ে গঠনতন্ত্র প্রস্তুত কমিটিও গঠনতন্ত্র জমা দেবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু তালেব মণ্ডল তার প্রতিক্রিয়ায় বলেন, মাঝেরপাড়ার নবীন-প্রবীণ সমন্বয়ক কমিটি হবে সম্পন্ন অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন। সামাজিক উন্নয়নে দায়বদ্ধতা ও ভালো সব কাজের সাথে থাকার চেষ্টা থাকবে আমাদের। আমাদের প্রধান কাজ হবে সমাজ উন্নয়নে ভূমিকা রাখা। আর এজন্য আমাদের কমিটিতে প্রাধান্য থাকবে সৎ, শিক্ষিত, মেধাবী ও শাদা মনের মানুষের। কমিটি গঠন শেষে কমিটির সদস্যরা মধ্যহ্নভোজে অংশগ্রহণ করেন।