শ্রমিকদের বেঁধে টাকা ও মোবাইল ছিনতাই : একজনকে অপহরণ
জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোষবিলা এনএসবি ইটভাটায় গতপরশু মধ্যরাতে সশস্ত্র সন্ত্রাসীচক্র হানা দিয়ে সশস্ত্র মহড়া ও তাণ্ডব চালিয়েছে। সন্ত্রাসীচক্র ভয়ভীতি দেখিয়ে ইটপোড়ানো তিন শ্রমিকের কাছ থেকে নগদ টাকা মোবাইলফোন হাতিয়ে নেয়। এরপর ইটভাটার অফিসঘরে হামলা চালিয়ে ক্যাশবাক্সের তালা ভেঙে কিছু না পেয়ে ইট পোড়ানোর প্রধান মিস্ত্রিকে অস্ত্রের মুখে অপহরণ করে। খবর পেয়ে রাতেই স্থানীয় ফাঁড়ি পুলিশ অভিযান শুরু করে। অপহৃতকে উদ্ধারে চলছে তৎপরতা।
জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের অদূরবর্তী গলায়দড়ি ব্রিজ সংলগ্ন ইটভাটা এনএসবি। ভাটামালিক ঘোষবিলা গ্রামের সোহরাব উদ্দিন ব্যাপারীর ছেলে ওয়াজ্জেদ হোসেন ওয়াল জানান, গতপরশু রাত ১২টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এনএসবি ইটভাটায় হানা দেয়। এ সময় ইট পোড়ানো কাজে কর্মরত পাবনা ঈশ্বরদীর বৈকুণ্ডা গ্রামের মৃত নবীরদ্দিন প্রামাণিকের ছেলে শ্রমিক জফিরদ্দিন প্রামাণিকের চোখে টর্চ মারে। এ সময় অন্যরা গলায় থাকা গামছা দিয়ে তাকে বেঁধে ফেলে। এ সময় গ্রামের মাজের উদ্দিন প্রামাণিকের ছেলে শ্রমিক মারফত আলী প্রামাণিক, মাড়মি গ্রামের আব্দুর রহমান সর্দারের ছেলে মাহবুল ইসলামসহ তিনজনকেই চোখ বেঁধে হাত পিঠমোড়া করে বেঁধে কাছে থাকা নগদ ৭ হাজার টাকাসহ ৪টি মোবাইলফোন হাতিয়ে নেয় সন্ত্রাসীচক্র।