হালসা আদর্শ ডিগ্রি কলেজের নবনির্মিত অডিটোরিয়াম ভবনের উদ্বোধনকালে তথ্যমন্ত্রী ইনু

খালেদাকে মানুষ হত্যার জন্য আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে

 

শরিফুল ইসলাম রোকন/মিলন আলী: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজের অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি। গতকাল শুক্রবার তিনি এ ভবনের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করেন। ২০ দলীয় জোট যদি হরতাল, অবরোধ ও আগুন সন্ত্রাসী কার্যকলাপ না করতো তাহলে আমরা দেশের আরও উন্নয়ন করতে সক্ষম হতাম। বিগত সরকারের সময় দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং থাকতো, এখন আমাদের সময় ২২ ঘণ্টা বিদ্যুত সরবরাহ করছি। জঙ্গিনেত্রী আগুন সন্ত্রাসী বেগম খালেদা জিয়া জামায়াত-শিবিরকে নিয়ে সন্ত্রাসী করে দেশকে পাকিস্তান-আফগানিস্তানের কায়দায় সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি আরও বলেন, জঙ্গিবাদী রানী, আগুন সন্ত্রাসী বেগম খালেদা জিয়াকে মানুষ হত্যার জন্য আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

হালসা আদর্শ ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে হালসা কলেজ মাঠে   অনুষ্ঠিত ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি ওই বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলে- কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী যুগ্মসচিব রাহাতুল ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সোহেল রেজা, জেলা জাসদের সভাপতি হাজি গোলাম মহসিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রেজাউল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পোড়াদহ ইউপির চেয়ারম্যান আনারুজ্জামান মজনু, মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ, আমবাড়িয়া ইউপির চেয়ারম্যান আব্দুল বারী টুটুল।

আমবাড়িয়া ইউপি জাসদের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহম্মেদ শিলুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আজগর আলী, আমবাড়িয়া ইউপি জাসদের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুসা, আমবাড়িয়া ইউপি জাসদ নেতা হারুন অর রশিদ, কুর্শা ইউপি জাসদের সভাপতি জামিরুল ইসলাম মেম্বার, জাসদ নেতা ওমর মেম্বার, আমবাড়িয়া ইউপি জাসদের সাবেক সভাপতি বামনগাড়ি মাদরাসার সভাপতি তাহাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, হালসা কলেজের সহকারী অধ্যাপক নির্মল কুমার, সাইদুর রহমান, রবিউল ইসলাম, প্রভাষক শামীম আহম্মেদ, আব্দুস সালাম, কলেজ পরিচালনা পরিষদের সদস্য হামিদুল ইসলাম, ফজলুর রহমান, আব্দুল মান্নান, আমবাড়িয়া ইউপি আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক চেয়ারম্যান মসলেম প্রামাণিক, কলেজ প্রতিষ্ঠাতা সদস্য কিয়ামদ্দিন মালিথা প্রমুখ। একই দিনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ টাকা অনুদান প্রদান করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।