চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পৃথক অভিযান : আটক ৪
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের ভ্রাম্যমাণ আদালত চার মাদকব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। গতকাল দিনভর চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটকের পর ওই দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী সদর উপজেলার বড় শলুয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের স্ত্রী আম্বিয়া খাতুন (৪৫) ও রাজু বালা (৩৫), তিতুদহের আব্দুর রশিদের স্ত্রী ফুলসুরাতন (৪৫) ও দামুড়হুদা উপজেলার কলাবাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুস সালাম (২৫)। গতকালই তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুর্খাজি গতকাল দিনভর পৃথক অভিযানে ১শ গ্রাম গাঁজাসহ সালামকে, এক কেজি গাঁজাসহ রাজু বালা ও আম্বিয়া খাতুনকে এবং ১শ গ্রাম গাঁজাসহ ফুলসুরাতনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে সালাম ও ফুলসুরাতনকে এক মাস করে এবং রাজু বালা ও আম্বিয়া খাতুনকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন।