সাত খুনের মামলার চার্জশিটে অভিযুক্ত ৩৫

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গতকাল বুধবার বিকেলে আদালতে চার্জশিট দেয়া হয়েছে। এতে ৱ্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা ও ৱ্যাবের ২১ জন, ভারতে গ্রেফতার হওয়া নূর হোসেনসহ ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এজাহারভুক্ত ছয় আসামিকে। এ হত্যাকাণ্ডের  ১১ মাস পর মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ মণ্ডল নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই চার্জশিট দাখিল করেন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালত ১১ মে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে দাখিল করা দুটি মামলায় ১৬ পাতা করে চার্জশিটে সাত জনকে অপহরণ ও পরে হত্যার ঘটনায় ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। স্বাক্ষী করা হয়েছে ১২৭ জনকে। মামলায় ১৬২ ধরনের আলামত উদ্ধার দেখানো হয়েছে। মামলায় এখন পর্যন্ত ৩২ জন গ্রেপ্তার রয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটির ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। পরদিন ২৮ এপ্রিল ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন নজরুল ইসলামের স্ত্রী। কাউন্সিলর নূর হোসেনকে প্রধান করে মামলায় আসামি করা হয় ছয়জনকে।