শিগগিরই ১০ হাজার নার্স নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসুখ-বিসুখ হলেই বিদেশে যেতে হবে- আমার এ বিষয়ে অনীহা। কেন বিদেশে যেতে হবে? বিদেশে যাওয়া নয়, দেশেই যেন চিকিৎসা নিতে পারি। এ সময় প্রধানমন্ত্রী শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দেন। গতকাল বুধবার গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়িতে অবস্থিত শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। অসুস্থতার সময় রোগীদের সেবা-শুশ্রূষা দেয়া নার্সের পেশাকে মহৎ বলে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, আমি ইয়াং জেনারেশনকে বলবো- এটা মহৎ পেশা। এ পেশা গ্রহণ করে আগামীতে এক একজন ফ্লোরেন্স নাইটেঙ্গেল হবে। নার্সিং কলেজটিকে  আন্তর্জাতিক মানের নার্সিং প্রশিক্ষণ দেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা আশা করছি এখান থেকে উচ্চশিক্ষিত দক্ষ নার্স বেরিয়ে আসবেন। তারা দেশের পাশাপাশি বিদেশের হাসপাতালগুলোতে কাজের সুযোগ পাবেন।