যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: এক কৃষ্ণাঙ্গকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এক ভিডিওতে দৌড়ে পলায়নরত ৫০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পেছন দিক থেকে আটবার গুলি করতে দেখা গেছে ওই পুলিশ কর্মকর্তাকে। পলায়নরত ব্যক্তি একটি ট্র্যাফিক সিগন্যাল পার হওয়ার পর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ভিডিও প্রকাশ হওয়ার পর মঙ্গলবার ৩৩ বছর বয়সী পুলিশ কর্মকর্তা মিচেল শ্লাগারকে গ্রেফতার করে এফবিআই। পুলিশ জানিয়েছে, গত শনিবার সকালের ওই ঘটনার আগে নিহত ওয়াল্টার স্কটের গাড়ির পেছনের ব্রেক লাইট ভাঙা দেখে তাকে থামিয়েছিলেন শ্লাগার। ভিডিওতে দেখা যায়, শ্লাগারের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়া স্কট এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শ্লাগার তখন পিস্তল তাক করে স্কটের পেছন দিক লক্ষ্য করে আটবার গুলি করেন। গুলিবিদ্ধ স্কট মুখ থুবড়ে ঘাসের মধ্যে পড়ে যান। ঘাসের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকা স্কটের হাতে হাতকড়া লাগান শ্লাগার। এরপর যেখান থেকে গুলি ছুঁড়েছেন সেই জায়গার কাছাকাছি চলে যান। সেখান থেকে তাকে কিছু একটা তুলে নিতে দেখা যায়, এরপর স্কটের লাশের কাছে ফিরে এসে পাশে কিছু একটা ছুঁড়ে দেন। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, শ্লাগার দাবি করেছেন, স্কট তার স্টানগানটি ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু ভিডিওতে শ্লাগারের এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।