ইয়েমেনে লড়াইয়ে দু সপ্তায় নিহত ৫৪৯ : জাতিসংঘ

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের লড়াইয়ে ১৯ মার্চ থেকে দু সপ্তায় অন্তত ৫৪৯ জন নিহত এবং ১ হাজার ৭০৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ১৯ মার্চ থেকে ৩ এপ্রিল সময়ের মধ্যকার রেকর্ডের ভিত্তিতে দেয়া এ নিহতের সংখ্যা একেবারেই নূন্যতম। পরিষ্কার হিসাব দিয়ে লিন্ডমিয়ার বলেন, নিহত ২১৭ এবং আহত ৫১৬ জনই বেসামরিক নাগরিক। ওদিকে ইউনিসেফের মুখপাত্র ক্রিস্টোফ বুলিয়েরাক এক সংবাদ সম্মেলনে বলেন, লড়াইয়ে ৭৪ জন শিশু নিহত এবং ৪৪ জন আহত হয়েছে। তবে এ সংখ্যা আরো বেশিও হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। সহিংস সংঘর্ষে আসলেই কতো শিশু নিহত হয়েছে তা নির্দিষ্ট করে বলতে অপারগতা প্রকাশ করেন ক্রিস্টোফ। কিছু শিশু চিকিৎসার অভাবেও মারা গেছে বলে জানান তিনি।