মেক্সিকোয় মাদক চক্রের হামলায় ১৫ পুলিশ নিহত

মাথাভাঙ্গা মনিটর: মেক্সিকোর পশ্চিমাঞ্চলে মাদক ব্যবসার সাথে যুক্ত অপরাধী চক্রের আকস্মিক হামলায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী মাদকব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আনতে অভিযান জোরদার করার পর গত সোমবার পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে। মেক্সিকো পুলিশের একটি বিশেষ বাহিনীর একটি গাড়ি বহর সোমবার দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী গুয়াদালাজারায় যাচ্ছিলো। এ সময় সোয়াতান গ্রামের কাছে মহাসড়কে এ হামলা চালানো হয়। এতে ১৫ জন নিহত ও পাঁচ কর্মকর্তা আহত হন। কর্তৃপক্ষ সন্দেহ করছে জালিস্কো নিউ জেনারেশন ড্রাগ কার্টেল এ হামলা চালিয়ে থাকতে পারে। মাদক চোরাচালানকারীরা নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালাতে ওই এলাকায় অস্থায়ী ঘাঁটি গেড়ে ছিলো। জ্যালিস্কোর রাজ্য নিরাপত্তা কমিশনার সোলোরিও অ্যারেচিগা জানান, হামলাকারীরা গাড়ি দিয়ে রাস্তা অবরোধ পুলিশের গাড়িগুলো আটকে দেয়। এরপর গাড়িগুলোতে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেয়। সম্প্রতি দেশটিতে নিরাপত্তাবাহিনীর ওপর হামলাগুলোর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।