সাইবেরিয়ায় নতুন প্রজাতির ডাইনোসর আবিষ্কার

মাথাভাঙ্গা মনিটর: সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত ডাইনোসরের একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত এ প্রজাতির বিশালাকার ডাইনোসরগুলো প্রায় ১০ কোটি বছর আগে সাইবেরিয়ায় বাস করত বলে বিজ্ঞানীদের দাবি।

২০০৮ সালে ফসিল আবিষ্কারের পর থেকে তা নিয়ে গবেষণা চলছিল টমস্ক স্টেট ইউনিভার্সিটিতে। পশ্চিম সাইবেরিয়ার কিয়া নদীর তীরবর্তী অঞ্চল থেকে নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। ফসিলটিকে পাথরের ভেতর পাওয়া যাওয়ায় তা উদ্ধার করতে বেগ পেতে হয় বিজ্ঞানীদের। পরীক্ষানিরীক্ষার জন্য ফসিলটিকে টমস্ক স্টেট ইউনিভার্সিটির পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়।

নতুন ফসিলের আবিষ্কারের পর বিজ্ঞানীরা ধারণা করছেন, ১৯৯৫ সালে ওই একই এলাকায় টাইটানোফরমেস গ্রুপের যে ডাইনোসরের পা পাওয়া গিয়েছিলো আর বর্তমান ফসিলটি একই প্রজাতির। গবেষণার সাথে যুক্ত ড. স্টেপান ইভান্তসভ জানিয়েছেন, এটি তৃণভোজী বিশালাকার এক প্রজাতির ডাইনোসরের দেহাবশেষ। এ প্রজাতির ডাইনোসরগুলো ১০০ মিলিয়ন বছর আগে ক্রেটাসিয়াস যুগে পৃথিবীর বুকে ঘুরে বেড়াতো।