প্রতি উপজেলায় স্টেডিয়াম হবে

স্টাফ রিপোর্টার: দেশের ৪৮৯টি উপজেলায় ৪৯০টি খেলার মাঠকে স্টেডিয়ামে রূপান্তর করতে প্রাথমিক সুবিধাসম্বলিত অবকাঠামো নির্মাণের জন্য একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এজন্য প্রায় ১২৩ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়। তবে স্কুল মাঠ বাদ দিয়ে অন্য মাঠকে স্টেডিয়ামে রুপান্তরের কথা বলেছেন প্রধানমন্ত্রী।
একনেক সভায় ৬৩৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে তিনটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। অন্য দুটি প্রকল্প সিলেট বিমানবন্দর বাইপাস থেকে ভোলাগঞ্জ পর্যন্ত সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা এবং ঢাকা-বরিশাল রুটে দুটি যাত্রীবাহী জাহাজ ক্রয় সংক্রান্ত। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব কথা জানান। তিনি আরও জানান, সভায় ছয়টি প্রকল্প ওঠার কথা থাকলেও তিনটি প্রকল্প ঢাকা সিটি করপোরেশনের আওতায় পড়ায় শেষ পর্যন্ত তা বাদ দেয়া হয়। তিনি বলেন, সিটি করপোরেশনের নির্বাচন শেষে এ তিনটি প্রকল্প একনেকে উত্থাপন করা হবে।