স্টাফ রিপোর্টার: শাহজাহানপুর থানাধীন রেলওয়ে কলোনির একটি পানির পাইপে পড়ে শিশু জিহাদ হত্যা মামলায় রেলওয়ের প্রকৌশলী শফিকুল ইসলাম ও জাহাঙ্গীরের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহানপুর থানার এসআই আরজু জাফর এ প্রতিবেদন দাখিল করেন।
গত বছরের ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রীসঙ্ঘ মাঠের কাছে খেলতে গিয়ে রেলওয়ের পানির পাম্পের পাইপের মধ্যে পড়ে মো. জিহাদ নামের শিশুটি। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি বাহিনী শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হয়। তারা শিশু পড়ে যাওয়ার বিষয়টিকে গুজব দবি করে উদ্ধার কার্যক্রম স্থগিত করে চলে যায়। তারা চলে যাওয়ার পর কয়েক যুবক সঙ্ঘবদ্ধভাবে নিজস্ব প্রচেষ্টায় জিহাদকে উদ্ধার করে। কিন্তু ততোক্ষণে সে আর জীবিত ছিলো না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জিহাদের এমন মৃত্যুতে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর সমালোচনা হয় সর্বত্র। জিহাদের মৃত্যুতে তার পিতা বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন।