টিপ্পনী:

খবর: (আলমডাঙ্গার ডাউকি গ্রামের প্রবাস ফেরত রহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ)

 

পরের ঘরে ঢোকেন তিনি
প্রবাস ফেরত আমিন,
খাঁচায় ঢুকে নাচায় মানুষ
তিলেকে নেন জামিন।

টাকার গরম যব্বরই তার
খরচে হয় সেটিং,
এদিক সেদিক রাত-বিরেতে
করে বেড়ান ডেটিং।

ফচকে-ফাজিল ধরা খেলেন
আটকে গেলো পা,
আকাম করে বেড়ান খালি
এক মরদের ছা!

-আহাদ আলী মোল্লা