সারাদেশে জামায়াতের দু দিনের হরতাল শুরু

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে মঙ্গলবার ও বুধবার সারাদেশে হরতালের ডাক দিয়েছে দলটি। শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

এদিকে সোমবার আপিল বিভাগের রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। নোয়াখালীতে পুলিশের সাথে সংঘর্ষে ওমর ফারুক নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বৃহত্তর নোয়াখালীতে তিন দিনের হরতাল ডেকেছে শিবির। এছাড়া নারায়ণগঞ্জে গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, দিনাজপুরে গাড়ি ভাঙচুর, বগুড়ায় ককটেল বিস্ফোরণসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে।