মেহেরপুরের গাংনীতে দু দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে দু দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। গতকাল সোমবার বিকেলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মেলা প্রাঙ্গণে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মেলার সমাপনী ঘোষণা করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন।

সমাপনী অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী মাহফুজুর রহমান কল্লোল। উপস্থিত ছিলেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল হক বিশ্বাস, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী, বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

মেলার প্রদর্শনীতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে প্রথম পুরস্কার দেয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী সুমি শবনম, কামরুল ইসলাম, খুদে শিল্পী মোহনা, সাংবাদিক জুলফিকার আলী কানন, আমিরুল ইসলাম অল্ডামসহ স্থানীয় শিল্পীরা।