দর্শনা অফিস: দর্শনার বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, খান ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী ইমরান খান চিনা ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে মারা যান। দর্শনা বিজিবি ক্যাম্পপাড়ার ফয়েজ খানের ছেলে চিনা খান দীর্ঘদিন ধরে লিভার জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় দর্শনা কেরুজ বাজার মাঠে চিনা খানের জানাজার নামাজে শোকার্ত মানুষের ঢল নামে। জানাজা শেষে মোবারকপাড়া কেন্দ্রীয় গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। চিনা খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনে সন্ধ্যার পরপরই পুরাতন বাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। চিনা খানের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, সাবেক মেয়র দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, পুরাতন বাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আশরাফুল আলম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু প্রমুখ।