মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভিন্ন বিষয়ে সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেনের সভাপতিত্বে পর্যায়ক্রমে জেলা সার-বীজ মনিটারিং কমিটি, বাংলা নববর্ষ ১৪২২ উদযাপন সংক্রান্ত প্রস্তুতিসভা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সারবীজ মনিটারিং কমিটির সদস্যগণ জানান, বর্তমানে জেলায় সারের কোনো ঘাটতি নেই এবং কৃষকরা তাদের চাহিদামতো সার ও বীজ পাচ্ছেন। অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করে। সভায় জানানো হয়, বর্তমানে মেহেরপুর শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আছে। অপরদিকে পয়লা বোশেখ যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করার লক্ষ্যে সরকারি কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সভায় উপস্থিত ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাজেদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাহিনুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসকার আলী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসানউল্লাহ, পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী, নেজারত ডেপুটি কালেক্টর মো. আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, ফাতেমাতুজ্জোহরা, জেলা শিল্পকলা একাডেমীর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মফিজ, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।