মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসি ও ক্রিস্তিযানো রোনালদোর মধ্যে লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড ভাঙা গড়ার লড়াইটা বেশ জমে উঠেছে। গতকাল রোববার গ্রানাদাকে ৯-১ ব্যবধানে বিধ্বস্ত করার ম্যাচে একাই ৫ গোল করে বার্সেলোনা তারকার ২৪ হ্যাটট্রিকের রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। এর আগে কিংবদন্তি তেলমো সাররা ও আলফ্রেদো দি স্তেফানোকে ছাড়িয়ে ২৩ হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন রোনালদো। এরপর লেভান্তের বিপক্ষে তিন গোল করে রোনালদোকে স্পর্শ করার পর রায়ো ভায়েকানোর জালে তিন গোল করে ২৪ হ্যাটট্রিকের রেকর্ড গড়েন মেসি। গ্রানাদার বিপক্ষে প্রথমার্ধে আট মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন রোনালদো। পরে দ্বিতীয়ার্ধে বাকি দুটি গোল করেন এবারের বর্ষসেরা তারকা। সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ারে এটা ৩১তম হ্যাটট্রিক, কিন্তু ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিকের কৃতিত্ব এর আগে একবারই আছে তার।
২০১৫ সালের শুরু থেকে ঠিক যেন ছন্দে ছিলেন না রোনালদো, মাঝে কিছুদিন গোল খরাতেও ভুগেছিলেন তিনি। আর সেই সুযোগে এ বছরের শুরু থেকে দুর্দান্ত খেলা মেসি লিগের গোলদাতাদের তালিকায় রোনালদোকে ছাড়িয়ে যান। তবে গ্রানাদাকে গোল বন্যায় ভাসানোর ম্যাচে আবারও এ তালিকায় শীর্ষে ফিরলেন তিনবারের বর্ষসেরা তারকা।